About Course
ডিজিটাল মার্কেটিং এর অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে স্যোশাল মিডিয়া মার্কেটিং। আর স্যোশাল মিডিয়া মার্কেটিংয়ের কথা চিন্তা করতেই প্রথমে চলে আসে ফেসবুক। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং হলো স্যোশাল মিডিয়া মার্কেটিং এর মোস্ট পাওয়ারফুল সেক্টর। হবেই না বা কেন? প্রতিদিন দেড় বিলিয়নেরও বেশি মানুষ ফেসবুক ব্যবহার করে! দেড় বিলিয়ন!!! টার্গেটেড অডিয়েন্স থেকে শুরু করে, ওয়েবসাইট ভিজিটর, লিডস, সেলস সবকিছুই পাওয়া যেতে পারে ফেসবুক থেকে। তাই দিন দিন সার বিশ্বে ব্যাপক হারে জনপ্রিয় হয়ে উঠছে ফেসবুক মার্কেটিং। অথচ বাংলাদেশের ৯৯% ফেসবুক ইউজার ফেসবুককে পুরোপুরি ব্যবহার করতে জানে না। সাধারণ ইউজাররা সর্বোচ্চ ৫% ব্যবহার করতে পারে ধরতে গেলে। আর কথিত স্প্যামাররা বড়জোর ১০%। আদতে, আমরা ফেসবুকের যে ইন্টারফেস ইউজ করি তা মূল ফেসবুকের মাত্র ২০% বলা যায়। ফেসবুকের বাকি ৮০% রয়েছে বিভিন্ন সাব ডোমেইনে! তো, এই কোর্সে আমরা ফেসবুক মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জানব!